BYJU'SEducation Others 

এনএসডিসির সাথে চুক্তি স্বাক্ষর বাইজু’সের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এনএসডিসি-র সঙ্গে মউ স্বাক্ষর করেছে দেশের বৃহত্তম এডুকেশন টেকনোলজি কোম্পানি বাইজু’স। সূত্রের খবর, গতকাল এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা যায়। ওই সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এই চুক্তির হওয়ার ফলে বাইজু’সের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা পদ্ধতি পাবে এনএসডিসি। এক্ষেত্রে আরও জানা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষক ও পড়ুয়াদের দক্ষতা বাড়ানোর ক্লাস নেওয়া হবে। পাশাপাশি পড়ানোর পদ্ধতিও হাতে কলমে সেখানো হবে।

ওই সংস্থার কর্মধার বাইজু রবীন্দ্রন জানিয়েছেন, এই চুক্তি শিক্ষক এবং প্রশিক্ষকদের দেশের ডিজিটাল ইকনমি বাড়াতে দীর্ঘ পথ অতিক্রমে সাহায্য করবে। অন্যদিকে এনএসডিসির এমডি মনীশ কুমার জানিয়েছেন, আধুনিক শিক্ষা পদ্ধতিতে ডিজিটাল শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাইজু’সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ভালো হয়েছে।

Related posts

Leave a Comment