School BuildingEducation Others 

ফেব্রুয়ারিতে স্কুল খোলার সিদ্ধান্ত : চলছে পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুল খোলার চেষ্টা অব্যাহত। সূত্রের খবর, করোনা আবহের উন্নতি হলে আগামী ফেব্রুয়ারি মাসে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকাশ ভবন সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। সব মিলিয়ে স্কুল কবে খুলবে এই নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। সূত্রের আরও খবর, করোনা আবহের মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

বিকাশ ভবন সূত্রে আরও জানা গিয়েছে, করোনা পরিস্থিতির পর্যালোচনা করে ফেব্রুয়ারিতে স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে জানানো হয়েছে, প্রথমে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা, যারা আগামী বার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যাতে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারে তা দেখতে হবে। অন্যদিকে কিছু শিক্ষক সংগঠন দাবি করেছে জানুয়ারি মাস থেকেই স্কুল খোলার বিষয়ে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা দফতরে মেল করে জানুয়ারি থেকে স্কুল খোলার আবেদন জানিয়েছে ওই সংগঠন।

Related posts

Leave a Comment