ফাইজারের পর এবার মডার্নর তৈরির ক্ষেত্রেও ছাড়পত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মডার্নর প্রতিষেধকেও ছাড়পত্র দিয়েছে আমেরিকা। ফাইজারের পর এবার মডার্নর তৈরির ক্ষেত্রেও মিলেছে ছাড়পত্র। সূত্রের খবর,মার্কিন মুলুকে করোনা সংক্রমণ এখনও কমেনি। এই পরিস্থিতিতে দ্বিতীয় টিকা হিসাবে তা মজুত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সূত্রের খবর,
মডার্নর এই প্রথম কোনও দেশে ছাড়পত্র পেল। উল্লেখ করা যায়, ফাইজারের মতো এটিও প্রায় ৯৫ শতাংশ কার্যকারিতা দাবি করে। সম্প্রতি ফাইজারের টিকাকরণও চালু হয়েছে। প্রাথমিকভাবে ১ লক্ষের মতো স্বাস্থ্যকর্মী ও জটিল রোগে আক্রান্তদের এই টিকা দেওয়া হবে বলে জানা যায়।

