বড়দিন ও ইংরেজি নববর্ষে রয়েছে বিধি-নিষেধ – জেনে নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নাইট ক্লাবে প্রবেশ করা যাবে, তবে নাচানাচি করা বন্ধ ৷ করোনা আবহের মধ্যে এমনই বিধি-নিষেধ জারি করেছে কলকাতা পুলিশ ৷ সূত্রের খবর, বড়দিন ও ইংরেজি নববর্ষের রাতে কলকাতা ও তৎসংলগ্ন বিভিন্ন পানশালা বা ক্লাবে নাচের ছবি দেখা যায়। এবার তা বন্ধ ৷
সূত্রের আরও খবর, নাচ বন্ধ থাকলেও গানবাজনা নিয়ে বিধিনিষেধ নেই ৷ নাইটক্লাবে থাকতে পারবে ডিজে-ও৷ তবে টেবিলে বসেই গান উপভোগ করা যাবে। তবে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতেই নাচের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
উল্লেখ করা যায়, করোনা আবহে এ বছর পানশালাগুলিতে ভিড় হওয়ার সম্ভাবনাও কম ৷ এক্ষেত্রে আরও জানা যায়, অধিকাংশ পানশালাতেই এ বছর কোনও এন্ট্রি ফি থাকছে না ৷ আবার ভিড় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পানশালা কর্তৃপক্ষ কী ধরণের বন্দোবস্ত করছে তা স্থানীয় থানাগুলিকে জানাতে হবে ৷
করোনা আবহের মধ্যেও বড়দিন ও ১ জানুয়ারি-২০২১কে স্বাগত জানাতে পার্ক স্ট্রিট সেজে উঠেছে ৷ স্বাস্থ্যবিধি মেনে চলা সহ একগুচ্ছ বিধিনিষেধ জারি হয়েছে ৷ মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ,এমনটাই জানা গিয়েছে ৷
আবার পার্ক স্ট্রিট এলাকাকে দ্রুত ভিড় মুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে ৷ নজরদারি চালানোর জন্য থাকছে অস্থায়ী কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার ৷

