K P Sharma OliOthers 

নেপালে কে পি শর্মা ওলিকে শো-কজ নোটিস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওলিকে নোটিস। সূত্রের খবর, নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে শো-কজ নোটিস পাঠিয়েছে ওই দেশের সুপ্রিমকোর্ট। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ওলির প্রস্তাব মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। উল্লেখ করা যায়, ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ১৩টি আর্জি জমা পড়ে সুপ্রিমকোর্টে। সূত্রের আরও খবর, ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ওই মামলার শুনানি শুরু হয়েছে। ওলির সিদ্ধান্তের পর নেপাল কমিউনিস্ট পার্টি দু-ভাগ হয়ে গিয়েছে। পুষ্পকমল দহল (প্রচণ্ড) গোষ্ঠীতে থাকা নেপালের ৭ মন্ত্রীও ইস্তফা দিয়েছেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment