চলতি অর্থবর্ষে আয়কর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয়কর ফেরত। সূত্রের খবর, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ১.৪১ কোটি করদাতাকে প্রায় ১.৬৪ লক্ষ কোটি টাকা কর ফেরৎ দেওয়া হয়েছে বলে জানাল প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। উল্লেখ করা যায়, যার মধ্যে ব্যক্তিগত আয়কর ৫৩,০৭০ কোটি ও কর্পোরেট কর ১.১০ লক্ষ কোটি টাকা। এক্ষেত্রে আরও জানা যায়, গত ৫ জানুয়ারি পর্যন্ত ২০১৯-২০ অর্থবর্ষের প্রায় ৫.০৮ কোটি আয়কর রিটার্ন দাখিল হয়েছে।

