জাতীয় যুব দিবস অনলাইনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইনে যুব দিবস। স্বামী বিবেকানন্দের ১৫৯-তম জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় ইউটিউবে। সকাল ৯টা থেকে ওই কেন্দ্রের রামকৃষ্ণ মঞ্চে শুরু হয় অনুষ্ঠান। করোনা আবহের জেরে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস থেকে শোভাযাত্রা হয়নি। সূত্রের খবর, দূরত্ব-বিধি মেনে বিবেকানন্দের মূর্তিতে শুধু প্রণাম ও ফুল দেওয়া যাবে বলে জানানো হয়েছিল। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, বাড়ির ভিতরেও দর্শন বন্ধ। অনুষ্ঠানে ভক্তিগীতি, গীতি আলেখ্য, বিবেক-বন্দনা, সেতারবাদন ও ভজন-সহ ছিল ধর্মসভা। বিশেষ বক্তা ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। ‘স্বামী বিবেকানন্দ’জ অ্যানসেস্ট্রাল হাউস, রামকৃষ্ণ মিশন- এই ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বিধি-নিষেধ ছিল বেলুড় মঠেও।

