শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গুলাম মুস্তাফা খান প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ গুলাম মুস্তাফা খান (৯০)। তিনি জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের বদায়ুনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য গুলাম সাহেব পদ্মভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ও পদ্মবিভূষণ সম্মান লাভ করেছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন লতা মঙ্গেশকর। গুলাম সাহেব বড়মাপের গায়ক বলেও জানান তিনি। এবিষয়ে তাঁর মন্তব্য মানুষ হিসাবেও ছিলেন খুব ভালো। আমার ভাগ্নী ওঁর শিষ্যা ছিলেন। আমি নিজেও কিছুদিন ওঁর কাছ থেকে সঙ্গীতশিক্ষা লাভ করেছিলাম। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হল। শোকজ্ঞাপন করেছেন সমাজের বিশিষ্টরা। তাঁদের মধ্যে রয়েছেন বিখ্যাত সুরকার এ আর রহমান।

