normanOthers World 

গোল্ডেন গ্লোবের জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন নরম্যান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হলিউডের তারকা কমেডি লেখক নরম্যান লিয়ন এবার গোল্ডেন গ্লোবের জীবনকৃতি পুরস্কার পেতে চলেছেন। উল্লেখ করা যায়, সাতের দশক থেকে মার্কিন টেলিভিশনের জনপ্রিয় বিভিন্ন কমেডি ধারাবাহিকের লেখক বা প্রযোজক হলেন তিনি। সেই তালিকার মধ্যে রয়েছে ‘অল ইন দ্য ফ্যামিলি’, ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ সহ ‘দ্য জেফারসনস’ প্রভৃতি। সূত্রের খবর, নানা বিতর্কিত বিষয় ও মজার সংলাপ টেলিভিশনে তুলে এনেছেন এই কমেডি লেখক। ৯৮ বছর বয়সী এই লেখক বিনোদন জগৎ থেকে সরে এসেছেন। এছাড়াও সমাজকর্মী হিসেবেও কাজ করেছেন তিনি।

Related posts

Leave a Comment