অভিজ্ঞতার নিরিখে নাসার শীর্ষে ভব্যা লাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নাসা-শীর্ষে ভব্যা লাল। সূত্রের খবর, নাসা সামলাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এক আমেরিকান মহিলা ভব্যা লাল। এক্ষেত্রে জানা গিয়েছে, তাঁকে আমেরিকার এই মহাকাশ গবেষণা সংস্থাটির ‘অ্যাক্টিং চিফ অব স্টাফ’ নিয়োগ করেছে হোয়াইট হাউস। বিজ্ঞান-প্রযুক্তির গভীর জ্ঞান ও প্রশাসনিক নীতির ক্ষেত্রে অভিজ্ঞতার নিরিখে তাঁকে পৌঁছে দিয়েছে নাসার শীর্ষে। উল্লেখ করা যায়, হোয়াইট হাউসে জো বাইডেন জমানায় অনেক ভারতীয় বংশোদ্ভূতই গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন। সেই তালিকায় এবার সংযোজন ভব্যা।
তিনি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর করেছেন। পাশাপাশি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডক্টরেট করেছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর ৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বলে জানা যায়। নাসা সূত্রের খবর, ইঞ্জিনিয়ারিং ও মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিশদ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন শাখায় কাজ করার অভিজ্ঞতায় এই পদ অর্জন করেছেন তিনি। উল্লেখ করা যায়, ২০০৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে ইনস্টিটিউট অব ডিফেন্স অ্যানালিসিস (আইডিএ) এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি ইনস্টিটিউট (এসটিপিআই)-এর সদস্য ছিলেন তিনি। আবার হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতি সংক্রান্ত দফতর, ন্যাশনাল স্পেস কাউন্সিল ও নাসা-সহ বিভিন্ন মহাকাশ সংক্রান্ত সংস্থার পক্ষ থেকে মহাকাশ প্রযুক্তি, নীতি ও কৌশল সংক্রান্ত বিষয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

