বই দেখার সুযোগ নিউটাউনের কফি হাউসে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন লাইব্রেরি। কফিতে চুমুক দেওয়ার পাশাপাশি এবার রকমারি বই দেখার সুযোগ পাওয়া যাবে নিউটাউনের কফি হাউসে। উল্লেখ করা যায়, ওই কফি হাউসে একটি লাইব্রেরি চালু করা হয়েছে। হিডকো সূত্রের খবর, ওই লাইব্রেরিতে ৪৬৫টি বই রয়েছে। সেগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ (আরএফআইডি) লাগানো রয়েছে। পাশাপাশি পূর্ণ সময়ের জন্য একজন লাইব্রেরি সহায়কও নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, ওই লাইব্রেরির উদ্বোধন করেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন।

