বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার তালিকায় সাত্ত্বিক-অশ্বিনী জুটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম কুড়িতে সাত্ত্বিক ও অশ্বিনী। সূত্রের খবর, তাইল্যান্ডে ওপেন ব্যাডমিন্টনে ভাল খেলার দরুণ ভারতের মিক্সড ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা জুটি ঢুকে পড়ল প্রথম কুড়ির তালিকায়। উল্লেখ করা যায়, ওই প্রতিযোগিতায় ভারতীয় জুটি পৌঁছে যায় সেমিফাইনালে। সূত্রের আরও খবর, তালিকা প্রকাশ করেছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। ওই তালিকায় ভারতীয় জুটি রয়েছে ১৯ নম্বরে। পুরুষ ডাবলস তালিকায় সাত্ত্বিক ও চিরাগ শেট্টি জুটি রয়েছে ১০ নম্বরে।

