england and winOthers Sports 

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অসহায় আত্মসমপর্ণ করল ভারত। চেন্নাইতে হার দিয়ে শুরু করল সিরিজ। ২২৭ রানে লজ্জার হার ভারতের ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চমদিনে ২২৭ রান করল। দলের হার রুখতে অধিনায়ক বিরাট কোহলি চেষ্টা করেছিলেন। সঙ্গী ছিলেন অশ্বিন। লাঞ্চের পর দায়িত্বশীল অর্ধশতরান করেন কোহলি ৷ ৭৪ বলে ৫০ রান করেন তিনি ৷ এই ইনিংসে রয়েছে ৬ টি চার ৷ অশ্বিন আউট হতেই দলের ১৭৯ রানে প্যাভিলিয়নে ফিরলেন কোহলিও৷ ১০৪ বলে ৭২ রানে আউট হয়ে যান তিনি ৷

উল্লেখ করা যায়, চতুর্থ দিনে ভারত শেষ করেছিল ১ উইকেটে ৩৯ রানে ৷ জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৮১ রানের। হাতে ছিল ৯ টি উইকেট ।
প্রথমেই ১৫ রানেআউট হন চেতেশ্বর পূজারা ৷ শুভমান গিল ৮৩ বলে ৫০ রান করে ফিরে যান ৷ অধিনায়ক বিরাট কোহলি একদিক ধরে রাখলেও পরপর প্যাভিলিয়নে ফিরে যান অজিঙ্ক রাহানে(০), ঋষভ পন্থ(১১), ওয়াশিংটন সুন্দর(০) ৷ ভারতের সামনে টার্গেট ছিল৪২০রান। ভারতকে ফলো অন করানোর সাহস দেখায়নি ইংল্যান্ড। এরপর টেস্ট জিততে হলে সামনে থেকে ব্যাট হাতে নেতৃত্ব দিতে হবে বিরাটকে,এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related posts

Leave a Comment