gangaOthers 

চলার পথে গঙ্গার দূষণ সন্ধান প্রাক্তন সৈনিকদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরাণের কথা-কাহিনী অনুযায়ী জানা যায়, ভগীরথ গঙ্গাকে বয়ে এনেছিলেন ধরিত্রীর বুকে। সেই ভগীরথের পদচিহ্ন বয়েই একদল মানুষ এগিয়ে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, পতিতপাবনী গঙ্গাকে তাঁরা পুনরায় খুঁজে দেখতে মরিয়া। দূষণের ভয়াবহ দাপটে কতটা ‘ক্ষত’ হয়েছে ভগীরথের এই ভাগীরথীর।
উল্লেখ করা যায়, ‘নমামি গঙ্গে’ সহ গঙ্গা নিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে। এই অবস্থায় ভগীরথের পথে হেঁটে গঙ্গার দূষণ সন্ধানে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া হয়েছে। এই দলে রয়েছেন ৬ জন। প্রত্যেকের বয়সও ৬০ অতিক্রান্ত। সূত্রের আরও খবর, সেনাবাহিনীতে থাকার দরুন দেশসেবা করার সেই বীরত্ব এখনও অটুট। বয়স বাড়লেও শরীরে তারুণ্যের দীপ্তি রয়েছে। তাই নিয়ে আরপি পান্ডে, হীরেন প্যাটেল, শগুন ত্যাগী, রহিত কুমাররা নেমে পড়েছেন গঙ্গার ‘ক্ষত’ সন্ধানে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ নভেম্বর এলাহাবাদ থেকে গঙ্গার ধারা ধরে চলেছেন তাঁরা। এক্ষেত্রে উদ্দেশ্য গোমুখ পর্যন্ত পৌঁছে যাওয়া। এ বিষয়ে আরও জানা যায়, এই উৎস থেকে বহমান গঙ্গা ছড়িয়ে পড়েছে বহু শাখা-উপশাখায়। ওই যাত্রীদের যাত্রা পথেও বহু মানুষের ভিড়। তাঁরা এখন আর মাত্র ৬ জন নয়। কয়েক হাজার কিলোমিটার পথ হাঁটা সম্পূর্ণ করেছেন ওই যাত্রীরা। পাশাপাশি চলেছে প্রতিটি শহরে গঙ্গার দূষণ অনুসন্ধান করা। যোগ দিয়েছেন দূষণ বিশেষজ্ঞরাও। অত্যাধুনিক যন্ত্র নিয়ে পরিমাপও চলছে দূষণের মাত্রারও। সরকারি প্রচেষ্টাকে ব্যতী রেখে ৬ প্রাক্তন সেনার এই উদ্যোগের প্রশংসা গোটা দেশেই। এই সন্ধানের নামকরণ করা হয়েছে, ‘অতুল্য গঙ্গা-একটি মহাকাব্যিক পদযাত্রা’। এক্ষেত্রে আরও জানা যায়, আজ চন্দননগরে ওই প্রাক্তন সৈনিকদের সংবর্ধনা অনুষ্ঠান হবে।

Related posts

Leave a Comment