INDIAN NAVYOthers 

১১৫৯ ট্রেডসম্যান মেট ভারতীয় নৌসেনায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেডসম্যান মেট পদে ১১৫৯ জনকে নিচ্ছে ভারতীয় নৌসেনায়। দরখাস্ত করতে হবে অনলাইনে। ইন্টার্ন, ওয়েস্টার্ন এবং সাদার্ন ন্যাভাল কমান্ডে। নিয়োগ হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-সি নন-গেজেটেড ‘ইন্ডাস্ট্রিয়াল’ পদে।

শূন্যপদ ইস্টার্ন ন্যাভাল কমান্ডে মোট ৭১০টি, ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ডে মোট ৩২৪টি এবং সাদার্ন ন্যাভাল কমান্ডে মোট ১২৫টি।

স্বীকৃত বোর্ড ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে স্বীকৃত আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তাফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধিরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা আর অন্যান্যরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শপ/ শিপ/ সাবমেরিন -এর প্রোডাকশন বা মেন্টেন্যান্স, পরিস্কার-পরিচ্ছন্ন, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড-সহ বিভিন্ন ধরনের কাজ করতে হবে।

প্রার্থিবাছাই হবে ১০০ নম্বরের অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। (ইংরিজি ছাড়া) বাকি বিষয়ের প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। বিষয়গুলি হল জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড/ কোয়ান্টিটেটিভ এবিলিটি, জেনারেল ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়্যারনেস। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ২০৫ টাকা। তফশিলি/ শারারিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী/ মহিলাদের এই ফি দিতে হবে না। অনলাই দরখাস্ত পূরণ এবং ফি পেমেন্ট হলে তবেই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ, কেন্দ্রের ঠিকানা ইত্যাদি জানানো হবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে/ ই-মেলের মাধ্যমে।

দরখাস্ত করবেন www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২৭ মার্চ, বিকেল ৫টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর/ ই-মেল আইডি থাকা চাই। সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment