Election Commission of IndiaOthers 

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার ইঙ্গিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা-২০২১ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ইঙ্গিত মিলছে। এক্ষেত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে ৪টা নাগাদ বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক হবে। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ২৯৪টি বিধানসভা আসনে ভোট। সেক্ষেত্রে ৬-৭ দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা আসনে নির্বাচন। আবার কেরলে ১৪০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব রয়েছে। পাশাপাশি অসমে ১২৬টি বিধানসভা আসনে ও পুদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে নির্বাচন।

কমিশন সূত্রে আরও খবর, অসমে ২-৩ দফা, পুদুচেরিতে ১ দফা, তামিলনাড়ুতে ১ দফা ও কেরলে ১-২ দফায় ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে বলা যায়, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে বলবৎ হয়ে যেতে পারে নির্বাচনী আচরণবিধি। পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হলে লাগু হয়ে যাবে আর্দশ আচরণবিধি। বিকেল সাড়ে ৪টায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। এখন সেদিকেই সবার নজর। উল্লেখ করা যায়, ২০১১ ও ২০১৬ সালে মার্চ মাসে ঘোষিত হয়েছিল ভোটের দিন। এবার ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হওয়ার ইঙ্গিত মিলছে।

Related posts

Leave a Comment