Cooch Bihar MapOthers 

নির্বাচনী পরিক্রমা- আজকের জেলা কোচবিহার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ দফা ভোটগ্রহণ পর্ব চলবে। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে এবার ভোটগ্রহণ কেন্দ্র সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬টি। একুশের এই নির্বাচনে জেলাওয়াড়ি একঝলক ভোট- চিত্র তুলে ধরছি আমরা।

এবারের জেলা- কোচবিহার। নির্বাচনী নির্ঘন্ট- চতুর্থ দফা (১০ এপ্রিল)। ওই দিনে ভোটগ্রহণ হবে যেসব কেন্দ্রে- কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, তুফানগঞ্জ, দিনহাটা, সিতাই, শীতলকুচি, মাথাভাঙা ও মেখলিগঞ্জ।

গত বিধানসভা নির্বাচনে যে চিত্র ছিল তা একনজর। বিধানসভা কেন্দ্র ও বিজয়ীরা হলেন- কোচবিহার উত্তর- নগেন্দ্রনাথ রায় (ফরওয়ার্ড ব্লক), কোচবিহার দক্ষিণ- মিহির গোস্বামী (তৃণমূল), নাটাবাড়ি- রবীন্দ্রনাথ ঘোষ (তৃণমূল), তুফানগঞ্জ- ফজলে করিম মিঁয়া (তৃণমূল), দিনহাটা- উদয়ন গুহ (তৃণমূল), সিতাই- জগদীশ বর্মা বসুনিয়া (তৃণমূল), শীতলকুচি- হিতেন বর্মন (তৃণমূল), মাথাভাঙা- বিনয়কৃষ্ণ বর্মন (তৃণমূল), মেখলিগঞ্জ- অর্ঘ্য রায়প্রধান (তৃণমূল)।

যেসব বিধায়ক দল বদল করেছেন তাঁরা হলেন- কোচবিহার দক্ষিণের বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

জেলা-পরিক্রমা করে স্থানীয় মানুষদের যে দাবি উঠে এসেছে তা হল- কোচবিহারে বিমানবন্দর চালু করা, গীতালদহে ভারত-বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত করে ব্যবসা-বাণিজ্য চালু করা প্রভৃতি রয়েছে। এছাড়া কুটির শিল্প স্থাপনের ক্ষেত্রে জমি যাতে রূপান্তর করতে না হয়, তা দেখা। পাশাপাশি আইটি পার্ক, গারমেন্ট পার্ক স্থাপন করার বিষয়টি রয়েছে। অন্যদিকে কোচবিহার শহরে ফ্লাইওভার নির্মাণ করা। আবার ভারি শিল্প ও বাঁশ শিল্প উন্নয়নে নজর দেওয়া প্রভৃতি রয়েছে।

উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও তিস্তার উপর জয়ী সেতু যেমন রয়েছে, তেমনি বেশ কিছু উন্নয়নের বিষয়টি রয়েছে। রাজবংশী সম্প্রদায়ের দাবি মেনে নারায়ণী ব্যাটেলিয়ন গড়ার ঘোষণা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, মাথাভাঙার খলিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন হয়েছে। আবার কোচবিহার জিতেন্দ্রনারায়ণ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ স্থাপন ও নতুন ভবনের উদ্বোধনের বিষয়টি রয়েছে। পাশাপাশি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বিষয়ও রয়েছে। তিস্তার ওপর জয়ী সেতু এবং আদাবাড়ি ঘাটে মানসাই নদীর ওপর মা কামতেশ্বরী সেতু, কালজানি নদীর ওপর সেতু, নাটাবাড়িতে গদাধর নদীর ওপর সেতু, রায়ডাক ও মরাডাক নদীর ওপর সেতুর কাজ চলছে বলে খবর। পাশাপাশি মাথাভাঙ্গা ও তুফানগঞ্জে পলিটেকনিক কলেজ, রাজবাড়ি স্টেডিয়ামে সুইমিংপুল, তুফানগঞ্জে অডিটোরিয়াম ও কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিস স্থাপন প্রভৃতি রয়েছে।

জেলার বিভিন্ন প্রান্তে খোঁজ-খবর নিয়ে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন মানুষের বিভিন্ন অভিযোগ। জেলায় কর্মসংস্থানের বিকাশ ঘটেনি। ছিটমহলবাসীদের সমস্যার সুরাহা এখনও হয়নি। কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। এই জেলায় পরিকাঠামোগত সমস্যা রয়েছে। দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। সন্ত্রাস ও বিরোধীদের মিথ্যা মামলারও অভিযোগ উঠেছে। জেলায় শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নয়ন ঘটেনি বলেও অভিযোগ।

খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে দাঁড়াবেন।

Related posts

Leave a Comment