ম্যাচ গড়াপেটা রুখতে ফিফার উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফিফার বিশেষ উদ্যোগ। ম্যাচ গড়াপেটা রুখতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করছে ফিফা। উল্লেখ করা যায়, এই দুর্নীতি বন্ধ করতে ইউনাইটেড নেশনস অন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের সঙ্গে যৌথভাবে এই গড়াপেটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ২১১টি সদস্য দেশের জাতীয় ফুটবল সংস্থাকেও সেই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে আরও জানা যায়, এশিয়ার দেশগুলিকে এই বিষয়ে পরামর্শ দেবে এএফসি।

