কমন-ল অ্যাডমিশন টেস্ট আগামী ১৩ জুন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্ল্যাট পরীক্ষা হবে ১৩ জুন। সূত্রের খবর, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আইনের প্রবেশিকা পরীক্ষা কমন-ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট-২০২১) আগামী ১৩ জুন হবে। উল্লেখ করা যায়, পরীক্ষার আয়োজক কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি এই ঘোষণা করেছে। এক্ষেত্রে আরও জানা যায়, পরীক্ষার ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু হয় পূর্বেই। ফর্ম পূরণের শেষ তারিখ আগামী ৩১ মার্চ। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এ বছর স্নাতকোত্তর ক্ল্যাটের পেপারের ধরনে সামান্য বদল হয়েছে। অবজেক্টিভ ছাড়াও সাবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে। আবার স্নাতক স্তরের পরীক্ষায় শুধু অবজেক্টিভ প্রশ্নই থাকবে। উল্লেখ থাকে যে, গত বছর করোনা পরিস্থিতির কারণে অনলাইন হয়েছিল ক্ল্যাট। এ বছর আবারও অফলাইনেই হচ্ছে ক্ল্যাট পরীক্ষা।

