দোল উৎসবের আয়োজনে এবার আবির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহ। সতর্কতার বার্তা রয়েছে এবারও। এরমধ্যেই দোল উৎসবের আয়োজন। রঙের পরিবর্তে এ বছর আবিরের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। দোলের উৎসাহে খামতি থাকবে না বলে মত। অন্যদিকে করোনা আবহের বৃত্তে দ্বিতীয় দফার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই রঙের পরিবর্তে আবির খেলাতেই প্রাধান্য থাকবে তা বলাই যায়। আবার রঙ-আবির ব্যবসায়ীরা বিশেষ ঝুঁকি নিতেও নারাজ এ বছর। দোলে এ বছর সরঞ্জাম তেমন থাকবে না। থাকবে নানা ধরনের আবির। বঙ্গে এবার বিধানসভার নির্বাচন। দোল উৎসবের আয়োজন ছাড়াও এবার আবিরের চাহিদা থাকবে রাজনৈতিক কারণে এমনও মনে করছেন ব্যবসায়ী মহল।

