গেরুয়া শিবিরের উন্মাদনায় মনোনয়ন মুকুলের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ দুপুরে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুল রায় নমিনেশন পত্র জমা দিলেন। কর্মী-সমর্থক ভক্তদের ভিড় ছিল নজরকাড়া। গেরুয়া শিবিরের ভিড় ছিল উপচে পড়া। রীতিমতো রোড শো করে নমিনেশন জমা দিতে যান তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ স্থানীয় নেতৃত্ব। পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা যায়। রাস্তায় পুলিশ মোতায়েন করা হয় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। উল্লেখ করা যায়, বিজেপি প্রার্থী মুকুল রায়কে জেড ক্যাটাগরির নিরাপত্তার সুবিধা দেওয়া হয়। জয়ের ব্যাপারে প্রত্যয়ী মুকুল রায় ও তাঁর কর্মী সমর্থকরাও।

