হলিউডে অভিনেতা-সঙ্গীতশিল্পী কিংশুক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথমবার হলিউডে সুযোগ পেলেন তরুণ অভিনেতা ও সঙ্গীতশিল্পী কিংশুক সেন। এক্ষেত্রে জানা গিয়েছে, ‘ইউফোরিয়া’-র পলাশ সেনের পুত্র কাজ করছেন কলিন লেভিন পরিচালিত হলিউড ছবি ইন আ সাইলেন্ট ওয়ে-তে। উল্লেখ করা যায়, লস অ্যাঞ্জেলেসের ৪ জন জ্যাজ মিউজিশিয়ানের জীবনের গল্প নিয়ে এই ছবি নির্মিত। তেমনই একজনের চরিত্রে অভিনয় করছেন কিংশুক।
এ বিষয়ে আরও জানা যায়, ছবির অরিজিন্যাল সাউন্ড-ট্র্যাক তৈরির সময়ে গ্র্যামিজয়ী বব রেনল্ডসের সঙ্গেও কাজ করেছেন ২৬ বছর বয়সী কিংশুক। জীবনে প্রথম অডিশন প্রসঙ্গে এই অভিনেতা জানিয়েছেন, অডিশনে এমন অভিনেতার সন্ধান করা হচ্ছিল, সেমি-প্রফেশনাল লেভেলের পিয়ানো বাজাতে পারে। আমার পিয়ানো স্কুলের শিক্ষা এখানে কাজে লেগে গিয়েছে।

