ভবানীপুরে রুদ্রনীলের সমর্থনে প্রচার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে ভোট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুরে বাড়ি-বাড়ি গিয়ে বিজেপিকে জেতানোর আর্জি জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হিসাবে পরিচিত হলেও এবার তৃণমূল নেত্রী ভবানীপুর থেকে সরে নন্দীগ্রামকে বেছে নিয়েছেন। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে এবার ভূমিপুত্র শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী। রীতিমতো ভবানীপুরে বাড়ি-বাড়ি গিয়ে বিজেপিকে জেতানোর আর্জিও জানালেন ।
উল্লেখ করা যায়,অমিত শাহের ভবানীপুর নির্বাচনী প্রচার নিয়ে বিজেপির উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকায় প্রবেশ করতেই শুরু হয় উলু ও শঙ্খধ্বনি। মহিলারা এগিয়ে এসেছেন মালা নিয়ে। “জয় শ্রীরাম”, “ভারত মাতা কি জয়” প্রভৃতি শ্লোগান ওঠে। জানা গিয়েছে, যতগুলি বাড়িতে অমিত শাহ গিয়েছেন প্রতিটি বাড়িতেই বিজেপির সংকল্পপত্র দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়,গত লোকসভা ভোটে ভবানীপুর আসনটিতে বিজেপির ভোটবৃদ্ধি হয়েছে। ওই আসনটি পেতে নিশানা করছে গেরুয়া শিবির। এক্ষেত্রে রোড শো নয়, নিবিড় জনসংযোগ করতে বাড়ি-বাড়ি প্রচার সারলেন অমিত শাহ। ভবানীপুরে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ। জগদ্দল ও মধ্যমগ্রামে রোড শো করবেন অমিত শাহ।

