শীতলকুচির ঘটনা নিন্দনীয়-মন্তব্য অধীর চৌধুরীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “শীতলকুচির গুলির ঘটনা নিন্দনীয়, পূর্ণাঙ্গ রিপোর্ট চাইছি”,এমনই দাবি করলেন অধীর চৌধুরী। বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীর মন্তব্য, “বাংলায় এবারে নির্বাচনে দুটো দানব শক্তি নিজেদের মধ্যে যে সংঘাত রাজনীতি করছে তারই পরিণাম সারা বাংলা জুড়ে, নির্বাচনে প্রতিদিন খুন, মারামারি, আগুন ও হিংসা চলছে, আর দোষারোপ গালিগালাজ নিয়ে প্রতিযোগিতা চলছে। বাংলার বেকার যুবক -যুবতীদের রোজগার ব্যবস্থা নিয়ে কোনও আলোচনা নেই। আট দফা নির্বাচন হওয়াতেও এই বাংলাতে নির্বাচন শান্তিতে হচ্ছে না, সারা ভারতবর্ষের কাছে বাংলার ভাবমুর্তি কলুষিত হচ্ছে।”
অধীর চৌধুরী আরও মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে এক অদ্ভূত রাজনীতি চলছে। সংঘাত লাগানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে প্ররোচনা উস্কানি দিচ্ছেন ৷ এই প্রবণতা বড় ভয়ঙ্কর। প্রবীণ কংগ্রেস নেতার আরও বক্তব্য, বিজেপি দলের নেতারা বলছেন এ জেলে যাবে, সে মরবে, এ এক অদ্ভুত ব্যাপার। এই যে সংঘাতের রাজনীতি, খুনো -খুনির এই রাজনীতি বাংলার সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। নির্বাচনের চতুর্থ দফা হয়েছে, বাকি দফাগলিতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, দাবি করেছেন অধীর। নির্বাচনের এই বাংলায় আগামী দিনে আরও রক্তাক্ত হওয়ার আশঙ্কাও করেছেন তিনি।
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

