mamata and governmentOthers Politics 

বিকেলে দলীয় বৈঠক -সন্ধ্যেতে রাজভবনে তৃণমূল নেত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিকেলে দলের বৈঠক। সন্ধ্যেবেলায় সরকার গড়ার দাবি নিয়ে রাজভবনে যাবেন তৃণমূল নেত্রী। মমতাই ফের ক্ষমতায় আসীন। হ্যাট্রিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জয়ী ও পরাজিত সকল প্রার্থী নিয়েই বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো । আগামী দিনের পথ চলার বার্তা দেবেন তিনি।

রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে ২০০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর বার্তা দিলেন, “এই জয় বাংলার মানুষের জয়। তবে করোনা পরিস্থিতিতে কোনও বিজয় মিছিল হবে না। কোভিডের এই বাড়বাড়ন্ত কাটলে ব্রিগেডে হবে বিজয় সমাবেশ।” করোনা পরিস্থিতি মোকাবিলা করাই এখন প্রথম কাজ তাঁর। দলীয় সূত্রের খবর, সন্ধ্যে ৭টা নাগাদ প্রথা মেনে তৃণমূল নেত্রী রাজভবনে যাবেন সরকার গড়ার দাবি নিয়ে।

Related posts

Leave a Comment