Albert Einstein-1Others 

আইনস্টাইনের চিঠির নিলাম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইনস্টাইনের চিঠি। সূত্রের খবর, আমেরিকার নিউ জার্সি থেকে চিঠিটা লেখা হয়েছিল ১৯৪৬ সালের ২৬ অক্টোবর। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সেই লেটারহেডে ছাপা রয়েছে লেখকের নামও। আবার নিচে তাঁর সই করাও রয়েছে। বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এই চিঠি লিখেছিলেন পদার্থবিদ লুডভিক সিলবেরস্টাইনকে। বস্টনের একটি নিলাম সংস্থা ওই চিঠি নিলামে তুলেছেন। যার ন্যূনতম দাম ২ লক্ষ ৮২ হাজার পাউন্ড। নিলাম সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অ্যালবার্ট আইনস্টাইনের হস্তাক্ষরে তাঁর বিখ্যাত সূত্র লেখা রয়েছে এমন ৪টি নিদর্শনের সন্ধান পাওয়া গিয়েছে।

Related posts

Leave a Comment