Metro Rail-4Others 

রেল-মেট্রো কর্মীদের জরুরি প্রয়োজনে বিশেষ পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সরকারি ঘোষণা মেনে মেট্রো পরিষেবা স্থগিত। আগামী ৩০ মে মাস পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ। রাজ্য সরকারের নির্দেশ মেনে পরিষেবার পরবর্তী বিষয় স্থির হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে জানা গিয়েছে, রেল ও মেট্রোর কর্মীদের জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য দমদম থেকে কবি সুভাষের মধ্যে ৪টি করে মোট ৮টি ট্রেন আপ ও ডাউন লাইনে চালানো হবে। এক্ষেত্রে আরও জানা যায়, সকালে সাড়ে ৯টা ও ১০টা এবং বিকেলবেলা ৫টা ও সন্ধ্যা ৬টায় ৪টি করে ট্রেন দমদম ও কবি সুভাষ থেকে স্টেশন ছাড়বে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এবং মেট্রো রেলের কর্মীরা ওই ট্রেনে উঠতে পারবেন বলে মেট্রো সূত্রের খবর।

Related posts

Leave a Comment