জলবাহিত রোগ নিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ ও ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের দাপটে প্লাবিত হয়েছে বহু এলাকা। সব মিলিয়ে উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, করোনা আবহের সঙ্গে জলবাহিত রোগ যুক্ত হলে, পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় আগাম সাবধানতা নেওয়ার জন্য রাজ্যের প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম।
স্বাস্থ্য দফতর সূত্রের আরও খবর, ত্রাণ শিবিরগুলিতে রাপিড অ্যান্টিজেন পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। ত্রাণ শিবিরে অনেক সময়ই দূরত্ব-বিধি বজায় রাখা সম্ভব হয়ে ওঠে না। করোনার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থেকেই যায়। এক্ষেত্রে কারও উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার পর আইসোলেট করা বাধ্যতামূলক। বন্যায় পরিস্থিতিতে জলবাহিত রোগ হিসেবে ডাইরিয়া ও মশাবাহিত রোগ ডেঙ্গির প্রকোপ বাড়ার আশঙ্কাও তৈরি হয়। সেক্ষেত্রে দুটি বিষয়েও কড়া নজরদারি করার কথা বলা হয়েছে। আবার ডাইরিয়া, জ্বর ও পানীয় জল বিশুদ্ধ করার ওষুধও পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রসূতিদের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।

