টিকা নিয়ে নির্দেশ ঘিরে জল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টিকা নিয়ে নির্দেশ। সূত্রের খবর, শিক্ষকরা করোনা আবহে টিকা না নিলে স্কুল খুললে তাঁদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে অভিযোগ সামনে এসেছে। উত্তর ২৪ পরগনা জেলায় বারাকপুরে এই বিতর্ক ছড়িয়েছে। এক্ষেত্রে শিক্ষকদের একাংশের অভিমত, সমস্ত শিক্ষকরাই টিকা গ্রহণ করছেন। তবে প্রতিষেধক না নিলে স্কুলে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি এক্তিয়ারের বাইরে গিয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
সূত্রের আরও খবর, অনেক শিক্ষক ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক বিভিন্ন অসুবিধা বা অন্য কারণে টিকা নিতে পারেননি। আবার অনেকে দূরে টিকা সেন্টার হওয়ায় ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি। এ বিষয়ে আরও বলা হয়েছে, স্কুল খুললে বা ক্লাস চালু হলে প্রতিটি শিক্ষককে ভ্যাকসিন নিতে হবে। পড়ুয়াদের কথা ভেবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কেউ অসুস্থ থাকলে বা ডাক্তারের নির্দেশমতো ভ্যাকসিন না নিয়ে থাকলে সেক্ষেত্রে বিবেচনা করে দেখা হবে বলেও জানানো হয়েছে।

