বিদেশি মুদ্রার ভাণ্ডার বেড়ে নতুন রেকর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদেশি মুদ্রার ভাণ্ডার বেড়ে নতুন রেকর্ড। সূত্রের খবর, গত ২৮ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৫২৭.১ কোটি ডলার বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তা হয়েছে ৫৯,৮১৬.৫ কোটি ডলার। উল্লেখ করা যায়, তার আগের সপ্তাহে বিদেশি মুদ্রার ভাণ্ডার ২৮৬.৫ কোটি ডলার বেড়েছিল।

