শেয়ার মূল্য খতিয়ে দেখার নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেবি-র নির্দেশ। সূত্রের খবর, কার্লাইল গোষ্ঠীর ৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাবে আগামী ২২ জুন পিএনবি হাউসিং ফিনান্সের শেয়ার হোল্ডারেরা ভোট দিতে পারবে না বলে জানিয়েছেন সেবি। এক্ষেত্রে আরও জানা যায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখাকে আইনি পথে শেয়ার মূল্য খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রক। সূত্রের আরও খবর, এই লগ্নির হাত ধরে কার্লাইল গোষ্ঠীর হাতে গৃহঋণ সংস্থাটির রাশ যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞমহল। এক্ষেত্রে তা সামনে আসার পর প্রস্তাব খতিয়ে দেখার কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ও সেবি।

