নম্বর আপলোডে জটিলতার সমাধানে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আপলোডে সমস্যা হচ্ছে। সূত্রের খবর, মাধ্যমিকের মূল্যায়নে নবম শ্রেণির নম্বর আপলোড করার পর তা সংশোধন করতে গিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। অনেক সময়ে সেই নম্বর সংশোধন করা যাচ্ছে না বলে জানানো হয়েছে। এমন অভিযোগ শিক্ষকমহলের একাংশের। এক্ষেত্রে শিক্ষকদের বক্তব্য, একবার সংশোধন করার পর নতুন করে সংশোধন করতে গিয়ে আর করতে না পারায় অনেক ক্ষেত্রে ভুল নম্বর আপলোড হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বলা হয়েছে, সামগ্রিকভাবে স্কুলের সব পড়ুয়ার নম্বর আপলোড করার পর আর মিলিয়ে নেওয়ারও সুযোগ থাকছে না। সূত্রের আরও খবর, কয়েকটি শিক্ষক সমিতি মধ্যশিক্ষা পর্ষদকে এক্ষেত্রে আবেদন জানিয়েছে, নম্বর আপলোড করার পরও প্রয়োজনভিত্তিক সংশোধন করার সুযোগ দেওয়া হোক।

