১ জুলাই থেকে রাজ্যে বিধি-নিষেধের সময় সীমা ও নিয়মের পরিবর্তন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খুলে যাচ্ছে সেলুন ও জিম। বেড়ে গেল বাজার খোলার সময়। ১ জুলাই থেকে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ উঠছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস চলাচল করবে। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ বাস চলাচল ও বাজার খোলার সময় -সীমা বৃদ্ধি সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ আগামী ১ জুলাই থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস চলাচল শুরু হচ্ছে। টোটো ও অটো চলাচল করবে ৷ এক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা দেওয়া যাবে ৷
অন্যদিকে বাস চলাচল চালু হলেও লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধই থাকবে ৷ ট্রেন চালানোর অনুমতি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানানো হয়েছে ৷ আগামী বৃহস্পতিবার থেকে ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত মাছ ও সব্জির বাজার খুলে রাখা যাবে ৷ এই সময়সীমা আগে ছিল সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৷ অন্যান্য সমস্ত দোকান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে রাখা যাবে বলে জানানো হয় ৷
১ জুলাই থেকে রাজ্যে জিম খোলার অনুমতিও দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত জিম খুলে রাখা যাবে ৷ তবে ৫০ শতাংশের বেশি জমায়েত করা যাবে না ৷ অন্যদিকে সেলুন ও বিউটি পার্লারও খোলা যাবে ৷ বেলা ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সেলুন ও বিউটি পার্লার খুলে রাখা যাবে ৷ সেলুন ও পার্লার কর্মীদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। যাঁরা সেলুন বা পার্লারে আসবেন, তাঁদের করোনা ভ্যাকসিন নেওয়া থাকতে হবে বলে জানানো হয়েছে ৷

