স্কুলে গরমের ছুটি শেষের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একদিকে করোনা আবহ। অন্যদিকে রাজ্যের সরকারি, সরকার-পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গত ১৯ এপ্রিল থেকে গরমের ছুটি চলছে। সূত্রের খবর, এই ছুটি এবার শেষ করার আবেদন জানিয়ে শিক্ষা সচিব ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। এক্ষেত্রে ওই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি চলে আসছে। স্কুলে যাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় বেড়েছে শিক্ষকদের। অন্যদিকে অনেক শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বলে দাবি করা হয়েছে। সেই ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও স্কুলে আসা নিয়ে বিভ্রান্ত হতে হচ্ছে। আবার কোনও শিক্ষক এই সময়ে অবসর নিলে তাঁর পিএফ-এর চূড়ান্ত পাওনা সংক্রান্ত বৈঠক আটকে যেতে বসেছে ছুটিতে। এক্ষেত্রে গরমের ছুটি শেষের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি জানানো হয়েছে।

