রাজ্যে নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির প্রচেষ্টা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির প্রচেষ্টা রাজ্যে। নবান্ন সূত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর,রাজ্যে আরও সওয়া ২ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ভার্চুয়াল বৈঠক করে জেলাশাসকদের এই নির্দেশ দিয়েছেন। সূত্রের আরও খবর,গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যাবৃদ্ধিতে গুরুত্ব দিতে বলেছেন। প্রতি জেলাকে এক্ষেত্রে লক্ষ্যমাত্রাও স্থির করে দেওয়া হয়েছে বলে খবর।

