H.S Result-1Education Others 

উচ্চ মাধ্যমিক ফলে পড়ুয়া বিক্ষোভ ও বিবেচনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার বিনা-পরীক্ষার উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হয়। সূত্রের খবর, ১৮ থেকে ২০ হাজার পড়ুয়া অনুত্তীর্ণ হয়েছিলেন। আবার সংশ্লিষ্ট স্কুলগুলির পাঠানো নতুন নম্বরের ভিত্তিতে তাঁদের ৯০ শতাংশই পাশ করেছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস একথা জানিয়েছেন। এক্ষেত্রে তিনি আশ্বাস দিয়েছেন, বিভিন্ন জেলায় যাঁরা বাকি থাকছেন, আবেদনের ভিত্তিতে তাঁদের বিষয়টিও সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখা হবে।

উল্লেখ করা যায়, সংসদ-সভানেত্রীর এই ঘোষণার পূর্বে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ুয়া বিক্ষোভ চলে। ক্রমশ পরিস্থিতি জটিল হতে থাকে। এমত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন, যেখানে অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভ চলছে, সেখানে জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি বিক্ষোভ মেটানোর জন্য রাজ্য সরকার ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী পদক্ষেপ গ্রহণ করছে, স্কুলে গিয়ে তা জানাতে হবে এসডিও, বিডিও এবং জেলা স্কুল পরিদর্শকদের। এক্ষেত্রে বলা হয়েছে, পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Related posts

Leave a Comment