স্কুল পড়ুয়াদের পোশাক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিবছর স্কুল পড়ুয়াদের পোশাক দিয়ে আসছে রাজ্য সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গেই তা উৎপাদনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে শিল্প প্রোমোশন বোর্ডের বৈঠকের পর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, প্রতিবছর পড়ুয়াদের পোশাক দিতে প্রায় ৬ কোটি মিটার কাপড় লাগে। তা বাইরে থেকে আনতে হয়। এবার রাজ্যের ৬০০টি যন্ত্রচালিত তাঁতশিল্পকে কাজে লাগানো হবে এই কাজে।

