বিলি জিন কিং টেনিস থেকে সরলেন বার্টি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টি প্রাগে হতে যাওয়া বিলি জিন কিং টেনিস প্রতিযোগিতা থেকে সরে গেলেন। এক বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে টেনিস অস্ট্রেলিয়া। তবে অ্যাশলে বার্টি সরে যাওয়ার কারণ জানানো হয়নি। বার্টি এ বছরে কোর্টে ফিরবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

