ফিদেল কাস্ত্রোর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে ফিদেল কাস্ত্রো প্রয়াত হয়েছিলেন। ২০১৬ সালের ২৫ নভেম্বর তিনি প্রয়াত হন। কিউবা কমিউনিস্ট দলের প্রথম সচিব হয়েছিলেন এই নেতা। চে গেভারার সঙ্গে তিনি বাতিস্তার স্বৈরশাসনকে ক্ষমতাচ্যুত করেছিলেন তিনি। তাঁর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

