রাজ্যে তিন এয়ারপোর্ট পরিদর্শনে আধিকারিকরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা তৈরি হয়ে যাওয়া তিন এয়ারপোর্ট পরিদর্শন করতে চলেছেন। প্রশাসনিক বৈঠকে এই সংক্রান্ত বিষয়ে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৈরি হওয়া এয়ারপোর্ট গুলি যাতে শীঘ্রই পরিষেবা দিতে পারে, তারই প্রচেষ্টা গ্রহণ করেছেন তিনি।
এ বিষয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানানো হয়েছে, কোচবিহার, মালদহ ও বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করতে যাবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কর্তা-ব্যক্তিরা। এক্ষেত্রে আরও জানা যায়, তিনটি এয়ারপোর্টের রান মুভি দেখা ছাড়াও বিমানবন্দর চালু করার জন্য যা করণীয়, তা নিয়ে সবিস্তারে আলোচনা করতে পারেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা।
এই সংক্রান্ত বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, কলকাতা এয়ারপোর্ট-র ওপর থেকে চাপ কমানোর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় কোনও এয়ারপোর্ট করা যায় কিনা, সে বিষয়েও আলাপ-আলোচনা চলছে। জেলা প্রশাসনকে এ বিষয়ে জমি চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে। তিন এয়ারপোর্ট পরিদর্শনের পাশাপাশি বিমান পরিষেবা সংক্রান্ত বেশ কিছু প্রচেষ্টা নেওয়া হবে বলেও জানা যায়।

