কাজের জগতে নতুন চাকরির জন্য পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নতুন চাকরি পাওয়ার জন্য কি কি ঠিক করা দরকার, তা প্রথমে জেনে নেওয়া দরকার। কাজের জগতে পা রাখতে হলে বিশেষ কয়েকটি দিকে নজর রাখতে হবে। বর্তমান সময়ে চাকরির ক্ষেত্রে প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন হয়েই চলেছে। তবে করোনা আবহে আমূল বদলে গিয়েছে গোটা বিশ্বের কাজের বাজারের ক্ষেত্রটি। কোভিড-উত্তর পরিস্থিতিতে কাজের জায়গায় পরিবর্তন হয়েই চলেছে আরও বেশি করে। এই অবস্থায় নিজেকে প্রস্তুত করতে হবে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জানানো হয়েছে, এই সময়ে আপডেটেড থাকতে হবে। এই পরিস্থিতির জন্য নিজস্ব নেটওয়ার্ক থাকাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কখন-কোথায় ভালো সুযোগ আসছে, তার নজরদারি করা সম্ভব হবে। নতুন কোনও সংস্থা আপনার মতো কর্মী খুঁজলে তার খোঁজ পেয়ে যাবেন অনায়াসে। নতুন চাকরি প্রার্থীদের কাছে নেটওয়ার্কিং একটি বড় চাবিকাঠি। আবার চাকরি ও কেরিয়ার গড়ার ক্ষেত্রে সুস্পষ্ট একটা ধারণা থাকার প্রয়োজনীয়তা রয়েছে।
কেরিয়ার তৈরির ক্ষেত্রে কাজ সংক্রান্ত নানা জরুরি বিষয় শিখতে বা প্রশিক্ষণ নিতে হবে। এই সংক্রান্ত বিষয়ে ভালো করে শেখা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আবার কাজ সম্পর্কে আপনার ধারণা বা জ্ঞান না থাকলে দরখাস্ত করা ঠিক হবে না। এক্ষেত্রে জেনে বুঝে চাকরির দরখাস্ত করা উচিত। বর্তমান সময়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে ব্যতিক্রম হতেই হবে। নিজেকে চাকরির উপযোগী করে তৈরি করা চাই।

