রাজ্যে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার স্কুল খুলতে আগ্রহ প্রকাশ করেছে। তবে স্কুল খোলা নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ রাজ্য সরকার। অন্তত ৮৫ শতাংশ পড়ুয়ার টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরই স্কুল খুলতে চাইছে রাজ্য। তার জন্য আরও কিছুটা সময় নিতে চাইছে রাজ্য সরকার।
অন্যদিকে রাজ্যের এই আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট ৷ এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি স্কুল খোলা নিয়ে হাইকোর্টকে নিজেদের অবস্থান জানাবে রাজ্য সরকার। ওই দিনই পরবর্তী শুনানি হবে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। উল্লেখ করা যায়, রাজ্যে স্কুল খোলার দাবি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট জেনারেল আরও জানিয়েছেন, গবেষণা অনুযায়ী টিকা গ্রহণের ২-৩ সপ্তাহের পর প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। কাজেই এই বিষয়টি মাথায় রাখতে হচ্ছে রাজ্যকে। এর ওপর ওমিক্রানের প্রভাবও রয়েছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ শিশুদের স্বাস্থ্য নিয়ে সতর্ক বার্তা দিয়েছে। ১৫ বছর বয়সীদের নিচে টিকা দেওয়া হয়নি, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।

