reserve bank of indiaOthers 

ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক বন্ধের তালিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক সারা দেশব্যাপী একাধিক দিন বন্ধ থাকছে ৷ জেনে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন রাজ্যের অনুষ্ঠান সহ জানানো হয়েছে ছুটির তালিকা।

২ ফেব্রুয়ারি : সোনম লোচার উৎসব। গ্যাংটক বা সিকিমে ব্যাঙ্কে ছুটি থাকছে।
৫ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো,শ্রী পঞ্চমী ও বসন্ত পঞ্চমী। এই দিনে আগরতলা, ভুবনেশ্বর ও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকছে ।
১৫ ফেব্রুয়ারি : মহম্মদ হজরত আলি,লুই-নাগাই-নি’র জন্মবার্ষিকীতে ছুটি থাকছে। ইম্ফল, কানপুর ও লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ।
১৬ ফেব্রুয়ারি : গুরু রবিদাস জয়ন্তীতে পঞ্জাবের চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ ফেব্রুয়ারি : ছত্রপতি শিবাজি মহারাজ জন্মজয়ন্তী পড়েছে। বেলাপুর, মুম্বই ও নাগপুরে ব্যাঙ্কে ছুটি থাকবে ।

এছাড়া এই দিনগুলি ছাড়াও ৬, ১৩, ২০ ও ২৭ ফেব্রুয়ারি রবিবার পড়ছে। আর ১২ এবং ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পড়ছে । সুতরাং ওই দিনগুলোতেও বন্ধ থাকছে ব্যাঙ্ক ৷

Related posts

Leave a Comment