শ্রীরামকৃষ্ণের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। ঊনবিংশ শতকের এক ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। তাঁর আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্ম। তাঁর প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধিও লাভ করেন শ্রীরামকৃষ্ণ। তাঁর মুখে শোনা যেত- সবার ধর্মই তাঁর ধর্ম, তাঁর নিজের কোনও ধর্ম নেই।

