বৃষ্টির বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা ছিল। রাতের দিকেও হালকা কুয়াশা থাকবে। বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আগামীকাল জেলার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। এছাড়াও রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

