Rani RamoniOthers World 

রানি রাসমণির প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই পরলোকগমন করেছিলেন রানি রাসমণি(৬৮)। ১৮৬১ সালের ১৯ ফেব্রুয়ারি কালীঘাটে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হালিশহরের কোনা গ্রামে এক মাহিষ্য পরিবারে তাঁর জন্ম। মাত্র ১১ বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী জমিদার রাজচন্দ্র দাসের সঙ্গে তাঁর বিবাহ হয়। ১৮৩৬ সালে তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি নিজের হাতে জমিদারির দায়িত্বভার তুলে নিয়েছিলেন। পাশাপাশি তা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনাও করে থাকেন।

কথিত রয়েছে ,১৮৪৭ সালে রানি রাসমণি মা অন্নপূর্ণা ও বিশ্বনাথের পুজো দেওয়ার জন্য ২৪টি নৌকো দাস-দাসী রসদ আত্মীয়-স্বজন নিয়ে তিনি কাশীতে রওনা দিলেন। এরপর জগজ্জননী মা ভবতারিণী রাণী রাসমণিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন,”কাশী যাওয়ার দরকার নেই, তুই এখানেই গঙ্গাতীরে আমার মন্দির নির্মাণ কর। আমি এখানেই পুজো গ্রহণ করব।”

সেইমত ১৮৫৫ সালের ৩১ মে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানি রাসমণি। সাধারণ মানুষের প্রতি তাঁর দয়া ও করুণা থাকায় পরবর্তীতে তিনি ‘লোকমাতা’ সম্মান লাভ করেছিলেন।

Related posts

Leave a Comment