রাজ্য মন্ত্রিসভায় রদবদল-অর্থ দপ্তরের পূর্ণমন্ত্রী চন্দ্রিমা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটল। অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী অর্থ মন্ত্রক ছেড়ে দিলেন। অর্থ দপ্তরের পূর্ণমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি পুর নগর উন্নয়ন দফতরের মন্ত্রী হয়েছেন ফিরহাদ হাকিম। উল্লেখ করা যায়,পূর্বেই রাজ্য মন্ত্রিসভা রদবদলের জল্পনা ছিল। রদবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হল। সূত্রের খবর, নবান্ন থেকে রাজভবনে এই সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে। রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ট্যুইটে মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ করা যায়, গত ৪ নভেম্বর প্রয়াত হয়েছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ওই দফতরের দায়িত্ব দেওয়া হয় জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে। পাশাপাশি শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল। আবার ওই দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহাকেও রেখে দেওয়া হয়। ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের অসুস্থতা জনিত কারণে তাঁর দফতরের দায়িত্ব দেওয়া হয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকে। ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয় বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে।

