নাটকীয় ঘটনার পর দেশবাসীর প্রতি বার্তা ইমরানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘ নাটকীয় ঘটনার পর বিজ্ঞপ্তি জারি। এরপর জানিয়ে দেওয়া হল- আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকছেন না ইমরান খান। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পাকা হল। সূত্রের খবর, পাকিস্তান ক্যাবিনেট সচিবালয় প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে অপসারণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ইমরান খান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। পাকিস্তানের রাষ্ট্রপতি জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। পাশাপাশি ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে তাঁর জায়গায় কেয়ারটেকার প্রধানমন্ত্রীকে দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের শাসক দল পিটিআই। সেই মতো ২ জনের নাম পাকিস্তানের প্রেসিডেন্ট আরিভ আলভির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও খবর।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, ওই দেশে পরবর্তী সাধারণ নির্বাচন ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছেন। এক্ষেত্রে জানা যায়, জাতির উদ্দেশে এক ভাষণে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান। অন্যদিকে বিরোধীরা এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন বলেও জানা যায়। এমনকী শীর্ষ আদালত একটি বিশেষ বেঞ্চও গঠন করেছে। জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান পাক জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছেন। সরকার পতনের ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ইমরান।

