নজরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শেষের দিকে। অভ্যাগতদের জন্য চলছে আয়োজন । দেশের প্রথম সারির সব শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আগামিকাল ২০এপ্রিল বুধবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলন। তাজপুর, হাওড়া, ডেউচা-পাচামি, পানাগড় ও খড়গপুর সহ রাজ্যের বেশ কিছু স্থানের দিকে নজর থাকবে বলে শিল্প ও বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার পূর্বেই সূত্র মারফত জানা গিয়েছে, বেলুড়ে হওয়ার সম্ভাবনা লজিস্টিক হাব ৷ আদানি গোষ্ঠী এই লজিস্টিক হাব তৈরি করবে বলেও জানা যায় । এ বিষয়ে আরও জানা গিয়েছে, হাওড়ার বেলুড়ে সংস্থার পক্ষ থেকে জায়গা চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। প্রায় ১০০ একর জমি জুড়ে এই লজিস্টিক হাব তৈরি হবে বলে নবান্ন সূত্রে খবর। এই প্রকল্পে প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা। শিল্প ও বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, কাল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এই জমি হস্তান্তর সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হওয়ার একটা ইঙ্গিত মিলছে। এক্ষেত্রে বহু মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
সূত্রের আরও খবর,এই সম্মেলনের মূল লক্ষ্য হল কর্মসংস্থান। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে একাধিক লগ্নির প্রস্তাব থাকছে। একাধিক দেশের প্রতিনিধিদের হাজির হওয়ার কথাও রয়েছে। গঙ্গা বা হুগলি নদী দিয়ে জলপথে পণ্য পরিবহণ সম্ভব হবে। আবার সড়কপথ ব্যবহারের সুবিধার দিকটিও তুলে ধরা হবে ৷ আগামী দিনে অমৃতসর-ডানকুনি ফ্রেট করিডর গঠন হলে শিল্প সংস্থার ক্ষেত্রেও সুবিধা মিলবে। তাজপুর বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের বিষয়টিও সামনে আসছে। (ছবি: সংগৃহীত)

