ফের চালু বাগডোগরা বিমানবন্দর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাগডোগরা বিমানবন্দর ফের চালু হতে চলেছে। উল্লেখ করা যায়, রানওয়ে সংস্কারের জন্য গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ছিল। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কারের কাজ শেষ হয়েছে বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে। এক্ষেত্রে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও কাজ করেছে। বিমানবন্দর চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

